কালকিনিতে আপত্তির মুখে কালীপূজার মেলার আয়োজন স্থগিত করল প্রশাসন
মাদারীপুরের কালকিনিতে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলার আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্থানীয় ১২ জন ব্যক্তি মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে অভিযোগ করেন। তারা দাবি করেন, মেলায় বিভিন্ন সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, যা ধর্মীয় ও সামাজিক শান্তি ব্যাহত করে।
মেলার ইজারাদার আকবর হোসেন সরদার বলেন, "প্রায় আড়াই শ বছর ধরে কুন্ডুবাড়ির মেলা চলে আসছে। কোনো দিন কোনো প্রশ্ন তোলেনি কেউ। এবার প্রথমবারের মতো কিছু ব্যক্তি আপত্তি তুলেছে। আমি পৌরসভা থেকে ইজারা নিয়ে মেলার জন্য প্রস্তুতি নিয়েছি এবং কয়েকশ দোকানিকে জায়গা বরাদ্দ দিয়েছি। মেলা না হলে আমাদের আর্থিক ক্ষতির পাশাপাশি দোকানিদেরও ক্ষতি হবে।"
কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, "স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ করায়, পরিস্থিতি এড়াতে মেলার আয়োজন স্থগিত করা হয়েছে।"
অন্যদিকে, কালীপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিমল কুন্ডু বলেন, "এই মেলায় লাখো মানুষের সমাগম ঘটে এবং এটি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মেলা। মেলা বন্ধের ব্যানার টাঙানো হয়েছে কোনো পরামর্শ ছাড়াই, যা আমাদের মর্মাহত করেছে।"
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্রতিবছর এই মেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, যেমন মারামারি, জুয়া, মাদকাসক্তির আসর, নারী নিপীড়ন, চাঁদাবাজি ও যানজটের সমস্যা।
মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার জানান, "মেলা আমাদের সংস্কৃতির অংশ, এবং কুন্ডুবাড়ির মেলাটি ঐতিহ্যবাহী হওয়ায় জেলা প্রশাসন মেলা বন্ধের পক্ষে নয়। আবেদনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
0 Comments