নাজমুল হোসেন: অধিনায়কত্ব কি বোঝা হয়ে গেছে?
মাত্র আট মাসের মধ্যেই কি অধিনায়কত্বের দায়িত্ব ভারী হয়ে উঠেছে নাজমুল হোসেনের জন্য? ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, নাজমুল ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর তিনি আর অধিনায়ক থাকতে চান না। বিসিবির শীর্ষ কর্মকর্তাও ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নাজমুল নিজেও এই সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন, তবে বলেছেন, "দেখা যাক কী হয়, কারণ এখনো (বোর্ড) সভাপতির কাছ থেকে কোনো কিছু শুনিনি।" বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে ওমরাহতে আছেন এবং দেশে ফিরে তাঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নাজমুল প্রথমে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, জুন মাসে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তিনি সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে তাঁর সাম্প্রতিক বাজে ফর্মও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
অধিনায়ক হিসেবে নাজমুলের পারফরম্যান্স মিশ্র। টেস্টে তাঁর ব্যাটিং গড় ২৫.৭৬, যা তাঁর ক্যারিয়ার গড় ২৮.৬৮ এর চেয়ে কম। তবে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং গড় ৫২, যা ক্যারিয়ার গড়ের (৩৩.২৯) চেয়ে অনেক বেশি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তাঁর গড় ১৮.৭৬, যা ক্যারিয়ার গড় ২২.৮৫ এর চেয়ে কম।
বিসিবি নাজমুলকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার চেষ্টা করবে। যদি তিনি সিদ্ধান্তে অনড় থাকেন, তবে বিকল্প হিসেবে টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে তৌহিদ হৃদয়কে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে।
0 Comments