মার্কিন নির্বাচনি জরিপ: কে এগিয়ে, হ্যারিস নাকি ট্রাম্প?
আগামী ৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন, তা নিয়ে চলছে তীব্র আলোচনা ও প্রচারণা। শুরুতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিযোগিতার সম্ভাবনা থাকলেও, জুলাইয়ে বাইডেন তার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়ে ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন জানান।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলগুলো এখন হ্যারিস ও ট্রাম্পের জন্য প্রবলভাবে প্রচারণা চালাচ্ছে। মঙ্গলবার রাতে টেলিভিশন বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মিজ হ্যারিস ও মি. ট্রাম্প। ধারণা করা হচ্ছে, লাখ লাখ দর্শক এই বিতর্ক সরাসরি দেখবেন।
নির্বাচনি জরিপের ফলাফল
তাদের জনপ্রিয়তা যাচাই করতে বিভিন্ন জরিপ চালানো হচ্ছে। এবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মিজ হ্যারিস প্রায় ৪৭% জনসমর্থন নিয়ে ট্রাম্পের ৪৪% সমর্থনের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন। সম্প্রতি শিকাগোতে ডেমোক্র্যাটদের সম্মেলনে আমেরিকার “নতুন পথে এগিয়ে যাওয়ার” প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন বাড়ান তিনি।
অন্যদিকে, নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপে মি. ট্রাম্প ৪৮% জনসমর্থন নিয়ে সামান্য এগিয়ে আছেন।
গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর অবস্থান
উইসকনসিন, মিশিগান, এবং পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে মিজ হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় দুই প্রার্থীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
প্রচারণায় দৃঢ় অবস্থান গত জুনে এক বিতর্কে অংশ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট মি. বাইডেন কিছুটা ব্যর্থ হওয়ায় তিনি দলের অভ্যন্তরেও চাপে পড়েন এবং শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই মিজ হ্যারিস নতুন শক্তি নিয়ে প্রচারণায় নামেন। ডেমোক্র্যাটিক পার্টির সাম্প্রতিক সম্মেলনে জো বাইডেনসহ অন্যান্য নেতা গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়ে মিজ হ্যারিসকে সমর্থন দেন।
ডিবেট ও নির্বাচন প্রস্তুতি মঙ্গলবারের বিতর্কের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে এবিসি নিউজ। উপস্থাপক ডেভিড মুইর এবং লিনসে ডেভিসের প্রশ্নের উত্তর দিতে দুই প্রার্থী প্রায় ৯০ মিনিট কথা বলবেন।
নির্বাচনের প্রেক্ষাপট
যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সরাসরি ভোটের চেয়ে এই সিস্টেমের ফলাফল গুরুত্বপূর্ণ। যেসব অঙ্গরাজ্য প্রায় প্রতিবারই একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে, সেগুলো একপেশে হলেও কিছু অঙ্গরাজ্য প্রতিটি নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল কী হবে, তা এখনো অনিশ্চিত।
0 Comments