**পাইকগাছায় বাড়ির মালিক ও রাজমিস্ত্রির স্ত্রী বদল**
**পাইকগাছা প্রতিনিধি**
খুলনার পাইকগাছায় এক চাঞ্চল্যকর ঘটনায় রাজমিস্ত্রির কাজ করতে এসে ঘরের মালিকের স্ত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পালিয়ে যায় রাজমিস্ত্রী। এর প্রতিশোধ হিসেবে বাড়ির মালিক রাজমিস্ত্রির স্ত্রীকে বিয়ে করে। এই অদ্ভুত ঘটনাটি রাড়ুলী ইউনিয়নে ঘটেছে, যা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, "যেমন কর্ম, তেমন ফল।"
জানা গেছে, আগস্টের প্রথম সপ্তাহে রাজমিস্ত্রী মোস্তফা দফাদার, রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে কাজ করতে আসেন। কাজের সুবাদে কামালের স্ত্রী সঙ্গে পরিচয় ঘটে এবং ৮ দিনের পরিচয়ের পর ৪ দিনের পরকীয়া চলে। এরপরে, ১৫ আগস্ট মোস্তফা কামালের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে।
এদিকে, ঘটনার প্রতিশোধ নিতে কামালের পরিবার ও এলাকাবাসীর সমন্বয়ে মোস্তফার স্ত্রীর পরিবারকে রাজি করিয়ে ১৯ সেপ্টেম্বর কামাল সরদার মোস্তফার স্ত্রীকে বিয়ে করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উভয়পক্ষ বিষয়টি স্বীকার করেছে, আর ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমেছে।
সুত্র: আর*টি*ভি
0 Comments