আশাশুনিতে কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন

 

আশাশুনিতে কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন


নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কাদাকাটি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তুহিন উল্লাহ তুহিন।
সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ, সাবেক সেক্রেটারী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, কুল্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ্যাড. খোরশেদ আলম ডালিম, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্ট, সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর ই আলম সরোয়ার লিটন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস কে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন।
সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা দেওয়া না হলেও সভাপতি পদে তুহিন উল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক পদে ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুর রহমান ডাবলু ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।##

Post a Comment

0 Comments