জলবায়ু পরিবর্তন বিষয়ক অ্যাক্টরদের সাথে অ্যাডভোকেসি সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ে উপজেলা শিশু ফোরামের সদস্যদের সাথে সিপিপির সদস্য, উপজেলা প্রসাশন এবং সাংবাদিকদের সাথে অ্যাডভোকেসি এবং সমন্বয় সভার আয়োজন করা হয়। জেজেএস এর সিনিয়র পরিচালক-কর্মসূচি এমএম চিশতির সঞ্চালনায়, উক্ত অ্যাডভোকেসি এবং সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। জেজেএস-এসসিভিএল প্রকল্পের অ্যাডভোকেসী অফিসার মোঃ আব্দুর রহমান প্রকল্পের সংক্ষিপ্ত কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন এনজিও-র জলবায়ু পরিবর্তন এবং দূর্যোগ বিষয়ে বিভিন্ন যৌক্তিক দাবি তোলায় সরকার বিভিন্ন পলিসি তৈরী করেছে। এছাড়াও তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ও দূর্যোগ ঝুকি প্রশমনের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর শত বছরের টিকে থাকার কৌশল এবং জ্ঞানকে মাথায় রেখে সরকারী-বেসরকারী সংস্থার কর্ম পরিকল্পনা করতে হবে এবং এই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সকল অংশীজনের মতামত বিশেষত শিশুদের মতামততের উপর গুরুত্বরোপ করতে হবে।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু দাউদ ঢালী, তারা বলেন স্থানীয় পর্যায়ের সকল কাজে শিশুরা অংশগ্রহণ করবে। আমরা ইতিমেধ্যে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে তারুণ্যের উৎসব, র্যালি, ইউনিয়নে গাছ লাগানো, পরিষ্কার পরিছন্নতা ইত্যাদি কাজ করছে। আমরা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে শিশুদের প্রতিনিধি রাখবো। আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ সাইদুল ইসলাম। সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, সাংবাদিকবৃন্দ প্রমূখ
0 Comments