মন্দির থেকে কাঁধে করে শিবলিঙ্গ নিয়ে পালালেন যুবক

 

মন্দির থেকে শিবলিঙ্গ চুরি, সিসিটিভি ফুটেজে যুবকের পালানোর দৃশ্য




ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে একটি শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক শিবলিঙ্গটি কাঁধে নিয়ে রিকশায় করে পালিয়ে যান। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

শতবর্ষ পুরোনো শিবলিঙ্গ

স্থানীয়দের মতে, মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে ছোট শিবলিঙ্গটি চুরি হয়েছে। চুরির সময় মন্দিরে কেউ উপস্থিত ছিলেন না।

পুরোহিতের বক্তব্য

মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য জানান, দুপুর ১২টার দিকে পূজা শেষে তিনি বাসায় যান। বেলা ২টার দিকে মন্দিরে ফিরে সবকিছু ঠিকঠাক দেখেন। তবে বিকেল ৪টায় এসে তিনি লক্ষ্য করেন, ছোট শিবলিঙ্গটি নেই।

পুরোহিত আরও জানান, পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে বের হয়ে যান। তাঁর হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল এবং পায়ে জুতা ছিল না।

মামলা দায়ের

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের পদক্ষেপ

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শিবলিঙ্গ উদ্ধারে প্রচেষ্টা চলছে। মামলার তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শতবর্ষ পুরোনো এই শিবলিঙ্গ চুরির ঘটনা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিবলিঙ্গ উদ্ধারের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments