রূপসায় সৎ চাচার হামলায় আহত ভাতিজাসহ পরিবারের সদস্যরা

 রূপসায় সৎ চাচার হামলায় আহত ভাতিজাসহ পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
খুলনা রূপসা যুগিহাটি এলাকায় সৎ চাচা কাজী শহিদুল ইসলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে ভাতিজা কাজী মনিরুল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এ হামলায় গুরুতর আহত হন কাজী মনিরুল ইসলাম তার  দুই ভাই রেজাউল কাজী ও সিরাজুল কাজী।

এর আগে শহিদুল ইসলাম সীমানার পিলার ভাঙ্গে কাজী মনিরুল ইসলামের মা রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জীবননাশের হুমকি দেয়।

এরপর গত শনিবার ২ নভেম্বর বেলা আনুমানিক দুপুর ২ টায় মারপিটের ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে ৪ নভেম্বর মামলা নং-০২ কাজী মনিরুল ইসলাম বাদী হয়ে সৎচাচা কাজী আফজাল হোসেন, কাজী শহিদুল ইসলাম, মোসাঃ মাবিয়া বেগম, কাজী ওহিদুল ইসলামের নামে রূপসা থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহারে কাজী মনিরুল ইসলাম বলেছেন, গত ৩৫ বছর আগে আমার বাবা মৃত কাজী দেলদার আহমেদের নামে অর্থের বিনিময়ে কোবলা দলিল করা হয়। এরপর ৩৫ বছর জমি ভোগদখল করে আসছি।

এত বছর আগে আমার বাবার কিনে রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি কিছুদিন আগে আমার সৎ চাচা কাজী শহীদুল ইসলাম নিজেই আমাদের পরিবারের মধ্যে ভাগ বাটরা করে দিতে আসেন।

এসময় তিনি দেখেন আরএস এ তার মায়ের নাম। যে জমি ৪০ বছর আগেই তার মা আমার বাবার নামে দলিল করে লিখে দিয়েছেন। বাবার মৃত্যুর পর রেকর্ড করানো হয়নি। এটি দেখে উনি উত্তেজিত হয়ে যান। এরপর থেকেই উনি আমাদের সাথে দুর্ব্যবহার করতে থাকেন। আমরা এক জায়গায় বসে ঘটনার বিষয় একটা সিদ্ধান্ত নেয়ার কথা বললেও তিনি রাজি হননি। তিনি লোকজন নিয়ে আমার পরিবার আমার ভাই বোনদের উপরে রামদা-লোহার পাইব দিয়ে হামলা করেন এতে আমর পরিবারসহ আমার ছোট ভাই সকলেই আহত হই।

এই ঘটনার বিষয় ভুক্তভোগী কাজী মনিরুল ইসলাম বলেন, হামলার পরে এলাকাবাসীরা আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এরপর ছোট ভাই সিরাজুল এর অবস্থা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সিরাজুলের আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সিরাজুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তিনি আরও বলেন, আমার মেঝ ভাই ও ছোট ভাই কে চিকিৎসার ব্যবস্থা করে ঘটনার বিষয় আমার পরিবারের সথে আলাপ আলোচনা করে থানায় এসে মামলা করতে দেরি হয়।

মনিরুল ইসলামের ছেলে বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই দাদু আমাদের উপরে ভাড়া করার লোকজন নিয়ে রামদা রড পাইব দিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলে আমার চাচা সহ আমার পরিবারের সকলে আহত হই।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পালিয়ে আছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments