খুলনায় মহাসড়কে ডাকাতি ছিনতাই বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনা,যশোর, সাতক্ষীরার মৎস্য ব্যবসায়ীরা।
সোমবার সকালে খুলনার আঠারো মাইল বাজার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীরা বলেন, খুলনা,যশোর ও সাতক্ষীরা থেকে মৎস্যবাহী ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলের যাওয়ার সময় প্রতিনিয়ত ডাকাতি,ছিনতাই ও চাঁদাবাজির সম্মুখীন হচ্ছেন তাঁরা। এ সময় বক্তারা প্রশাসনের কাছে সমস্যার সমাধান চেয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী মৎস্য ব্যবসায়ীরা।
পরে ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা আঠারো মাইল বাজার মহাসড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নগর মৎস্য আড়ৎ সভাপতি সরদার আনিসুর রহমান, মালতিয়া মৎস্য আড়ত সাধারণ সম্পাদক সরকার নাজমুল ইসলাম,মৎস্য ব্যবসায়ী উজ্জাতুল ইসলাম সহ আরো অনেকে।
0 Comments