হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে

 হজের নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে



পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা। বুধবার (২৩ অক্টোবর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৫ সালে হজ পালনের ইচ্ছুক ব্যক্তিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৫ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, হজে যেতে ইচ্ছুক প্রাক্‌-নিবন্ধিত সবাইকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিজনকে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পুনরায় অনুরোধ করা হলো। উল্লেখ্য, প্রাক্‌-নিবন্ধন এবং প্রাথমিক নিবন্ধন এ সময়ের মধ্যে একসঙ্গে চলমান থাকবে।

Post a Comment

0 Comments