৯ বছর পর পাকিস্তানে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মাধ্যমে ৯ বছরের ব্যবধানে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পা রাখলেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করে জয়শঙ্করসহ ভারতীয় প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি। তাদের স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামি ও অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান সংক্রান্ত এক সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদ গিয়েছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
৯ বছর পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরকে কেন্দ্র করে জল্পনা উঠছে, সম্মেলনের বাইরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, এসসিও সম্মেলনে যোগ দেওয়াই সফরের মূল উদ্দেশ্য এবং কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।
এই সফরকে কূটনীতিকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ এসসিও আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতায় বড় ভূমিকা রাখে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে নয়াদিল্লি এই সম্মেলনের প্রতি গুরুত্ব প্রদর্শন করছে।
উল্লেখ্য, এসসিও’র সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, বেলারুশ ও উজবেকিস্তান। এছাড়া পর্যবেক্ষক ও সংলাপ অংশীদার হিসেবে আরও ১৬টি দেশ যুক্ত রয়েছে। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এসসিও’র পূর্ণ সদস্যপদ পায়।
0 Comments