অসাদাচরণে হাথুরুসিংহে বরখাস্ত, নতুন কোচ সিমন্স
টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে অনিশ্চিত হয়ে পড়েছিল। বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা দিয়েছিলেন, হাথুরুসিংহের বিকল্প খোঁজা হবে। তবে পাকিস্তান সিরিজে সাফল্য এবং ভারতের মাটিতে সিরিজের কারণে সেই আলোচনা কিছুটা চাপা পড়ে গিয়েছিল।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, "আমরা নিয়ম মেনে হাথুরুসিংহেকে শোকজ নোটিশ দিয়েছি এবং ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করেছি। এরপর তাকে বরখাস্ত করা হবে। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স।"
চন্ডিকা হাথুরুসিংহে প্রথমবার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন। তবে চুক্তির মাঝপথেই হঠাৎ বাংলাদেশ ছাড়েন তিনি, যা নিয়ে তখন নানা আলোচনা হয়। যদিও পরে তিনি জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্যই বাংলাদেশ ছেড়েছিলেন।
২০২৩ সালে হাথুরুসিংহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব নেন, যার জন্য বিসিবির সঙ্গে ৩৫ হাজার ডলারের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে আবারও বরখাস্ত করা হলো।
0 Comments