ইউনূস-জামায়াত এক মাসও টিকবে না: শেখ হাসিনা
অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকার দেশত্যাগে বাধ্য হন। এরপর থেকে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তবে, তার কিছু ফোনালাপ ইতোমধ্যেই ফাঁস হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতার সঙ্গে হওয়া একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ফাঁস হওয়া কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এলাকায় কাজ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, "গোপালগঞ্জে যারা হাত দেয়, তাদের হাত পুড়ে।" এ মন্তব্য তিনি নেতাকর্মীদের ওপর হওয়া মারধর ও গ্রেফতার প্রসঙ্গে করেন।
শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই ছাত্রলীগ নেতাকে জানান, এখন কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। তিনি বলেন, "ইউনূস (ড. মুহাম্মদ ইউনূস) এনএসআই, ডিজিএফআই এবং র্যাবকে নির্দেশ দিয়েছেন—আওয়ামী লীগ, সাবেক ও বর্তমান এমপি, ভবিষ্যতের সম্ভাব্য এমপি, এমনকি কাউন্সিলর, মেম্বার ও মেয়রদের এবং তাদের আত্মীয়-স্বজনদের গ্রেফতার করতে।" তবে তিনি প্রশ্ন করেন, "তারা (আইনশৃঙ্খলা বাহিনী) কতজনকে গ্রেফতার করবে?"
শেখ হাসিনা তার জন্মদিনে পুলিশের এক কর্মকর্তার (ওসি) ভূমিকা নিয়ে ছাত্রলীগ নেতার কাছে জানতে চান এবং তার তথ্য পাঠানোর নির্দেশ দেন।
আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা মন্তব্য করেন, "এক মাঘে শীত যায় না।" তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে তিনি বেতন এবং রেশন বাড়িয়েছেন, পুলিশ ও আর্মির জন্য সবকিছু করেছেন এবং বেশ কিছু প্রমোশনও দিয়েছেন। এখন তারা সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। তিনি আরও বলেন, "জামায়াত কয়দিন টিকে থাকে দেখো, সামনে এক মাসও টিকে কিনা দেখা যাবে।"
0 Comments