আশাশুনিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ পালন করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ। "জন্ম মৃত্যুর নিবন্ধন আনবে দেশে সুশাসন" প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ আলোচনা উপস্থাপন করেন।
0 Comments