আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক
আশাশুনি সংবাদদাতা : আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সহকারী সম্পাদক আনিছুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান, উপজেলা টিম সদস্য সাবেক মেম্বার খোরশেদ আলম, সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, আবারুল ইসলাম, হযরত আলী, মইন হোসেন, বুলবুল আহমেদ,আয়ুব রসুল প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীলগণ এবং মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১১ ইউনিয়নের দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সনাতন ধর্মের দুর্গাপূজায় নিরাপত্তার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।
আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং
আশাশুনি সংবাদদাতা ঃ আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ ব্রিফিং এর আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে ব্রিফিং করেন, কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতি: উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) জামাল উদ্দীন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। এসময় এইডি আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আম উৎপাদন, পরিচর্চা, আমার ভাঙ্গার সময়কাল, বাজারজাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
0 Comments