২৭ ছক্কা ও ৩০ চারে ৩৪৪ রান, টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবুয়ে
২০ ওভারে ২৭ ছক্কা ও ৩০ চার মেরে ৩৪৪ রানের সংগ্রহ করে টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। এর আগে নেপাল ৩১৪ রান করে এই রেকর্ডটি ধরে রেখেছিল। আজ আফ্রিকা সাব-রিজিয়নের বাছাইপর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে এই বিশাল সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।
সিকান্দার রাজা জিম্বাবুয়ের এই রেকর্ড গড়ার পথে ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ১৫টি ছক্কা। জিম্বাবুয়ের ইনিংসে ২৭টি ছক্কা মেরে নেপালের ২৬ ছক্কার রেকর্ডকেও ছাড়িয়ে যায় তারা।
এই ম্যাচে গাম্বিয়ার পেসার মুসা জোরবাতেহ ৪ ওভারে ৯৩ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড গড়েন। এর আগে শ্রীলঙ্কার কাসুন রাজিতা ২০১৯ সালে ৪ ওভারে ৭৫ রান দিয়ে এ রেকর্ডটি করেছিলেন।
এই বিশাল রান তোলার পথে পাওয়ার প্লেতে মাত্র ৬ ওভারে ১০৩ রান সংগ্রহ করে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। তাদিওয়ানাসে মারুমানি ১৯ বলে ৬২, ব্রায়ান বেনেট ৫০ এবং ক্লাইভ মাদান্দে অর্ধশতক করেন।
সিকান্দার রাজা মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে, যিনি ২৭ বলে সেঞ্চুরি করেন।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ২৯০ রানের ব্যবধানে জয় পায়, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ রানে জয়।
0 Comments