সন্দ্বীপে দুই বছরের শিশু ও মৃত ব্যক্তির নামে মামলা
চট্টগ্রামের সন্দ্বীপে দশ লাখ টাকার ছিনতাই, হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একজন দুই বছরের শিশু এবং এক মৃত ব্যক্তির নামও রয়েছে। মামলাটি দায়ের করেছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সন্দ্বীপ উপজেলার সাবেক সভাপতি মো. আশ্রাফ উল্যা।
জানা গেছে, মামলার আসামিদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম চৌধুরী রহিমের পিতা ওমর গণি চৌধুরী, যিনি প্রায় ৩০ বছর আগে মৃত্যুবরণ করেন, এবং ৩৪ নম্বর আসামি আশেক এলাহি মুন্না, যিনি মাত্র দুই বছরের শিশু। স্থানীয়দের দাবি, হয়তো পুত্রকে আসামি করতে গিয়ে ভুলবশত মৃত পিতার নাম উঠে এসেছে, এবং চাচার নামের মিলের কারণে শিশুটির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাকিদের মধ্যে অনেকেই স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
বাদীর অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালের ২১ জুন সন্দ্বীপের সাবেক বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বাবুল স্থানীয় দরিদ্রদের সাহায্য করতে দশ লাখ টাকা নিয়ে বের হন। অভিযোগ অনুযায়ী, আসামিরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে টাকার ব্যাগ ছিনতাই করে।
সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলায় উল্লিখিত শিশু ও মৃত ব্যক্তির বিষয়ে থানায় কেউ কোনো তথ্য জানায়নি। মামলার বেশিরভাগ আসামি পলাতক এবং আত্মগোপনে থাকায় তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
0 Comments