**ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিল সরকার**
নিজস্ব প্রতিবেদক,
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজার জন্য রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণের শর্তে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে বলা হয়েছে। ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না।
দুর্গাপূজা আগামী ৮ অক্টোবর শুরু হচ্ছে। ২০১৭ সালে ইলিশ বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় এবং তারপর থেকে প্রায় প্রতি বছর দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি করা হয়। তবে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। ভারতের ব্যবসায়ীরা প্রতি বছর এই উৎসবের জন্য ৫,০০০ টন ইলিশের চাহিদা জানিয়ে আসছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ উপহাইকমিশনের মাধ্যমে ইলিশের জন্য আবেদন জানায়, যা পরে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়।
এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন যে চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা সম্ভব হবে না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন।
0 Comments