জয়সওয়ালকে ফেরালেন নাহিদ, মিরাজের শিকার রাহুল, চাপে ভারত।
মধ্যাহ্ন বিরতির আগে পেসার হাসান মাহমুদ তিনটি উইকেট নিয়ে ভারতকে চাপে রেখেছিলেন। তবে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্তের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি ভারতকে কিছুটা স্থিতিশীল করেছিল। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারকেও ফিরিয়ে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ জয়সওয়াল-পন্ত জুটি ভাঙার পর, ১৪৪ রানে ভারত পরপর দুটি উইকেট হারায়। ছয় উইকেট তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
এর আগে, ৮৮ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। বিরতির পর হাসান মাহমুদ ঋষভ পন্তের প্রতিরোধ ভেঙে দেন। দলীয় ৯৬ রানে ব্যক্তিগত ৩৯ রানে আউট হন ঋষভ। ভারতের প্রথম চারটি উইকেটই হাসানের দখলে ছিল।
ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন জয়সওয়াল। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠলেও বাংলাদেশ তাকে বেশিদূর এগোতে দেয়নি। নাহিদের ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির বলে প্রথম স্লিপে সাদমানের ক্যাচে আউট হন তিনি। ১৪৪ রানে ভারত হারায় পঞ্চম উইকেট। আউট হওয়ার আগে জয়সওয়াল করেন সর্বোচ্চ ৫৬ রান।
একই স্কোরে ভারতের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। অফস্পিনিং অলরাউন্ডার লোকেশ রাহুলকে আউট করেন, যিনি মাত্র ১৬ রান করেছিলেন।
এই রিপোর্ট লেখার সময়, ভারতের স্কোর ছিল ১৬৬ রান। রবীন্দ্র জাদেজা ৫ রান এবং রবিচন্দ্রন অশ্বিন ১০ বলে ১৩ রান নিয়ে ব্যাট কর।
0 Comments