উপমহাদেশ পাকিস্তানে বোমা হামলায় নিহত ১১
ডেস্ক :
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়ছেনে আরও ৩০ জন।
মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পরের সামরিক স্থাপনা এই এ হামলার ঘটনা ঘটে। দেশটির উত্তর-পশ্চিমের বান্নু শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। পুলিশের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উদ্ধারকারীদের বরাতে ডনের খবরে ঘটনাস্থল থেকে ১১টি দেহ ও আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, পাকিস্তানের উত্তর-পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝাই বাহন নিয়ে ওই স্থাপনার দেয়ালে হামলে পড়ে। তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়।
রয়টার্স লিখেছে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালিবান (টিটিপি) নামের ইসলামি জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে।
পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রী মহসিন নকভি এ ঘটনার নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ করে বলেছেন, হামলায় টিটিপির ছয় জঙ্গি নিহত হয়েছেন।
0 Comments