কুল্যায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১.৩০ টায় কাদাকাটি বাজার বাইতুল মামুর জামে মসজিদে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুল্যা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমির মাওঃ ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল। ইউনিয়ন সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির নুরুল আফছার মোর্ত্তাজা, কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, নায়েবে আমির রফিকুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি মাওঃ ইয়াহিয়া, যুব বিভাগের সভাপতি মাওঃ হাবিবুল্লালা বাহার, ডাক্তার এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ তাজ, শ্রমিক ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান, পেশাজীবি সভাপতি মহিউদ্দিন মধুসহ ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের কর্মীবৃন্দ।
0 Comments