আশাশুনির দরগাহপুরে যৌতুকের দাবীতে এক স্ত্রীকে মারপিটের অভিযোগ

 আশাশুনির দরগাহপুরে যৌতুকের দাবীতে এক স্ত্রীকে মারপিটের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধ: আশাশুনির দরগাহপুরে যৌতুকের দাবীতে এক স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের। এঘটনায় নির্যাতনের  শিকার ছনিয়া খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় স্বামী, হারুনর রশিদ, আব্দুল লতিফ মোড়ল, চায়না খাতুনের নামে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন। উল্রেখিত এজাহার ও নির্যাতনের শিকার ছনিয়া খাতুন জানান বিগত ৫ বছরে পুর্বে হারুনর রশিদের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর তিনি জানতে পারে ্ইতি পুর্বে তার আরও ২টি বিবাহ ছিল। তাদের বিবাহের পর থেকে শ্বশুর ও শাশুড়ীর পরমর্শে যৌতুক হিসাবে ২ লক্ষ টাকা দাবী করেন। আমার সুখের কথা চিন্তা করিয়া আমার পিতা পঞ্চাশ হাজার টাকা প্রদান করে। কিন্তু তাদে ২ ও ৩নং আসামী আমার শ্বশুর ও শাশুড়ী সন্তুষ্ট না হওয়া বিভিন্ন সময় টাকা দাবী করেন ও মার ধরে করতে থাকে। এর ধারা বাহিকতায় ৩০ জানুয়ারী আবারও দুই  লক্ষ টাকা দাবী করে। রাজী না হওয়ায় সে কিল, চড়, লাঠি,  মারিয়া জখম করে। নির্যাতনের শিকার ছনিয়া জানান তারা মারধরের আমি যখন কান্নাকাটি ও চিতকার করলে পাশ্বর্বতী আবুল হাসান সহ অন্যরা এসে উদ্ধার করে। পরবতীতে আশাশুনি হাসপাত হতে চিকি:সা হই। ্পরবর্তীতে আমি আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি যাহাতে আমি ন্যায্য বিচার পাই। এঘটনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments