কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ★মনজুরুল সভাপতি ★ খোরশেদ সাধারণ সম্পাদক

 কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

★মনজুরুল সভাপতি ★ খোরশেদ সাধারণ সম্পাদক


জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনজুরুল হুদা সভাপতি, এড. খোরশেদ আলম সাধারণ সম্পাদক ও মোঃ মোজাহিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। 
সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আহবায়ক মনজুরুল হুদা। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক শওকত হোসেন, সদর ইউনিয়ন সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, কাদাকাটি সভাপতি তুহিন উল্লাহ তুহিন, বড়দল সভাপতি আজহারুল ইসলাম মন্টু, মেম্বার আঃ হান্নান প্রমুখ। নির্বাচন কমিশনার সাদিক আনোয়ার ছট্টু ও আব্দুল আলিমের উপস্থিতিতে অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রধান শেখ আঃ রশিদ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জানাযায়, ৪৯০ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ২টি ভোট বাতিল হয়। সভাপতি পদে মনজুরুল হুদা ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসলাম পারভেজ ৭৮ ভোট ও নজরুল ইসলাম ৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এড. খোরশেদ আলম ২০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোজাহিদ ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ গফফার ১২০ ভোট ও বাবুল রেজা পেয়েছেন ২৫ ভোট। 


Post a Comment

0 Comments