আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

 আশাশুনিতে ৪ দলীয় নক আউট 

ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন


আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় আশাশুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শ্রীকলস যুব সংঘের আয়োজনে খেলায় আশাশুনি ফুটবল একাদশ ও শ্রীকলস ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ৩-১ গোলে আশাশুনি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসাবে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক হোসেন আলী। কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জি, এম আখতার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শাহাদাত হোসেন টিটল। ধারাভাষ্যে ছিলেন, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান। খেলা পরিচালনা করেন, ইমরান হোসেন। #

Post a Comment

0 Comments