হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প" এএফপি অনুসন্ধান!

 শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ভুয়া, বললেন এএফপি

এএফপি


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তা পুরোপুরি ভিত্তিহীন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি। বার্তা সংস্থা এএফপি তাদের সত্যতা যাচাই প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ভুয়া পোস্টের সত্যতা উন্মোচন

এএফপির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, "যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।" কিন্তু বাস্তবে ট্রাম্পের এমন কোনো সাক্ষাৎকার পাওয়া যায়নি। এমনকি পিবিডি পডকাস্টে ট্রাম্পের বক্তব্যের ভিডিওতেও শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ফেসবুকের ভুয়া পোস্টে দেখানো হয়, ট্রাম্প পিবিডি পডকাস্টের একটি পর্বে বাংলাদেশের প্রসঙ্গে কথা বলেছেন। পোস্টে একটি ছবি ব্যবহার করা হয়, যেখানে ট্রাম্প পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে বসে আছেন। ছবির ওপরে বাংলায় লেখা, "আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: ট্রাম্প"।

ভুয়া তথ্যের পটভূমি

এ ভুয়া খবরের সূত্রপাত ঘটে যখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক স্থানীয় সংবাদমাধ্যমে বলেন যে, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি। রাষ্ট্রপতির এই মন্তব্য শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনা জন্ম দেয়।

গত ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান বলে দাবি করা হয়। এরপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু পদত্যাগপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি আরও জটিল হয়।

ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ

গত ৭ অক্টোবর ট্রাম্প পিবিডি পডকাস্টে এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটি ১ ঘণ্টা ২৬ মিনিটের এবং এতে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। তবে বাংলাদেশ বা শেখ হাসিনার প্রসঙ্গ একবারও উঠে আসেনি। এবিসি নিউজের এক প্রতিবেদনেও পডকাস্টের বিষয়বস্তু বিশ্লেষণ করে একই তথ্য পাওয়া গেছে। 

৩১ অক্টোবর ট্রাম্প তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।" তবে এ পোস্টেও শেখ হাসিনার নেতৃত্ব বা পদত্যাগ নিয়ে কোনো কথা বলা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের নামে শেখ হাসিনার বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এটি ভুয়া তথ্য প্রচারের একটি নিদর্শন। পাঠকদের অনুরোধ, এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সতর্ক থাকুন।

Post a Comment

0 Comments