আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালন

 

আশাশুনিতে জাতীয় সমবায় 
দিবস পালন


আশাশুনি সংবাদদাতা ঃ আশাশুনিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও সমবায় অফিসের প্রদর্শক সন্যাসী মন্ডল। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদর্শক সন্যাসী মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। শিক্ষক উত্তম কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সমবায়ী তাপসী রানী অধিকারী। বক্তাগণ 'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের খাদেম ফজলুর রহমান ও গীতা পাঠ করেন, উত্তম কুমান। সবশেষে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ৭টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

ক্যাপশান ঃ আশাশুনিতে জাতীয় সমবায় 
দিবসের সভায় বক্তব্য রাখছেন এসি ল্যান্ড রাশেদ হোসাইন।

Post a Comment

0 Comments