মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

 তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ, যান চলাচল বন্ধ



নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে ক্যাম্পাস থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থীর একটি মিছিল শুরু হয়। মিছিলটি মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এতে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ট্রেন থামানোর চেষ্টা ও ক্ষয়ক্ষতি

অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি না থেমে ধীরে চলতে থাকলে শিক্ষার্থীরা ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পাশাপাশি, কয়েকজনকে ট্রেনের ছাদে উঠে যেতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত না হলে অবরোধ তোলা হবে না। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি "তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন" গঠনের দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, "রাষ্ট্রের পক্ষ থেকে কেউ আলোচনায় বসতে চাইলে, তাকে মহাখালীতে সশরীরে আসতে হবে। অন্য কোথাও আলোচনা হবে না।"

যান চলাচল বন্ধ, মানুষের দুর্ভোগ

অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দরমুখী সড়কে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে হাঁটতে বাধ্য হতে হচ্ছে। মহাখালী উড়ালসড়ক এবং নিচের রাস্তার যান চলাচল বন্ধ থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সচল রয়েছে।

সামান্য ছাড়

শিক্ষার্থীরা শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি দিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশি প্রস্তুতি

অবরোধস্থলে পুলিশের সাঁজোয়া যান এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

শিক্ষার্থীদের এ দাবি নিয়ে কয়েক মাসের মধ্যে এটি তৃতীয়বার সড়ক অবরোধ। এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Post a Comment

0 Comments