শেখ হাসিনার নির্দেশে দলের গোছানোর দায়িত্বে অঘোষিত নেতা
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কী করবেন, দল পরিচালনার দায়িত্ব কাকে দেবেন—এসব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি তিনি। ছাত্র-জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এখনও সেখানে অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভারতে অবস্থান করলেও হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দলের সংগঠন নিয়ে আলোচনা করছেন।
এই পরিস্থিতিতে, দলের কার্যক্রম সংগঠিত করার দায়িত্ব অঘোষিতভাবে এক সাবেক মন্ত্রীকে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় অবস্থানরত নেতাদের কাছ থেকে দলের দিকনির্দেশনা দেওয়ার জন্য হাসিনা নিয়মিত তাগিদ দিচ্ছেন। অভ্যন্তরেও এই নেতা দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে ধৈর্য ধরতে পরামর্শ দিচ্ছেন, উল্লেখ করে বলেন, "নেত্রী শিগগিরই নির্দেশনা দেবেন।"
এর আগেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েছিল, তখন দলের অনেক নেতাই ভারতে আশ্রয় নিয়েছিলেন, আর কেউ কেউ দেশেই থেকে দলকে সংগঠিত রেখেছিলেন। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই বিদেশে আশ্রয় নিয়েছেন। তিনি ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর পশ্চিম জার্মানি থেকে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। এবারও তাঁর পথ অনুসরণ করেছেন দলের আরও কয়েকজন শীর্ষ নেতা।
গুঞ্জন রয়েছে, শেখ হাসিনা দেশ ছাড়ার আগে অন্তত দুজন নেতাকে পরামর্শ দিয়েছিলেন পরিস্থিতির অবনতিতে কর্মীরা যেন ভারতে চলে যান। তবে এখনও এই দুজনের পরিচয় জানা যায়নি।
0 Comments