আশাশুনিতে বিশ্ব হাতধোয়া দিবস পালন

 আশাশুনিতে বিশ্ব হাতধোয়া দিবস পালন



জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 
রূপান্তর, ফ্রেন্ডশীপ, ন্যাজিরিন মিশন, ইপিআরসি, ইএসডিও ও ডিএসকের সহায়তায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সঠিক ভাবে হাত ধোয়া পদ্ধতি প্রদর্শন করা হয়। পরে "স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার ইমরান হাসান, ইপিআরসির লুৎফর রহমান, আকরাম হোসেন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসান আলোচনা রাখেন। সবশেষে বর্ণাঢ্য র ্যালী বের করা হয়।

Post a Comment

0 Comments