তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৫

 **তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৫**


শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পেট্রলবোমাটি নিক্ষেপের পর সামান্য আগুন ধরলেও কোনো বড় ধরনের বিস্ফোরণ হয়নি। পূজা উদ্‌যাপন কমিটির স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের আটকানোর চেষ্টা করলে তাঁদের ছুরিকাঘাত করা হয়। এতে পাঁচজন আহত হন, যারা বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)।


পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলভর্তি একটি কাচের বোতল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩), ও নোয়াখালীর মো. জীবন (১৯)। আটককৃতদের কাছ থেকে একটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।


তাঁতীবাজার পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ বলেছেন, পেট্রলবোমা হামলা এবং ছিনতাই দুটি পৃথক ঘটনা। তাঁর মতে, পূজামণ্ডপে নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।



ঘটনার পরপরই পূজামণ্ডপের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের আটকানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পূজামণ্ডপটি সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল এবং ফুটেজে দেখা গেছে, তিনজন যুবক পরিকল্পনা করে পূজামণ্ডপে বোমা ছুড়ে মারেন।

Post a Comment

0 Comments