আশাশুনিতে ৫ দিনে ৪৩৫২ ছাত্রীকে এইচপিভি ভ্যাকসিন প্রদান

আশাশুনিতে ৫ দিনে ৪৩৫২ ছাত্রীকে এইচপিভি ভ্যাকসিন প্রদান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ এর ৫ কর্ম দিবসে ৪ হাজার ৩৫২ স্কুল ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। এখনো ৫ কর্ম দিবসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করবে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী ১০ হাজার ৭০০ জনকে এই টিকার আওতায় আনতে লক্ষ্যমাত্রা হাতে নিয়ে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। ৩১ অক্টোবর পর্যন্ত ৪৩৫২ জনকে টিকা প্রদান করা সম্ভব হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা বলেন, প্রাইভেট ক্লিনিকে অনেক আগে থেকে এই টিকা দেওয়া হচ্ছে। ঢাকা বিভাগে এক বছর আগে টিকা দেওয়া হয়েছে। কোথাও কোন সমস্যা দেখা দেয়নি। আশাশুনিতে টিকাদান কারাযক্রম চলছে। কিছু কিছু স্থানে টিকা গ্রহনে নেগেটিভ পরিবেশের সৃষ্টি হয়েছে। এটি সচেতনতার অভাবে হচ্ছে। টিকা গ্রহনের পর দু' এক জনের মাথা ঘোরা, টিকাদানের স্থানে সামান্য ব্যাথা ও ফোলা ভাব হয়েছে। কিন্তু একজনের কথা শুনে পাশের মেয়েদের কেউ কেউ প্রভাবিত হয়ে থাকে। স্বাস্থ্য বিভাগের দৃঢ় কথা হলো, এই টিকা সম্পূর্ণ নিরাপদ। তিনি অভিভাবক ও শিক্ষকদের যথাযথ ভাবে এগিয়ে আসার আহবান জানান।

Post a Comment

0 Comments