সাতক্ষীরায় শিক্ষার্থী সংকটে চলছে বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদরাসার পাঠদান!

 শিক্ষার্থী সংকটে চলছে বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদরাসার পাঠদান!

ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ 



আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদরাসায় মাত্র ৪০-৫০ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। যা শিক্ষা প্রতিষ্ঠানের সংকটের বিষয়টি আরও প্রকট করে

তুলেছে। এছাড়াও ভারপ্রাপ্ত সুপার আব্দুল কুদ্দুস প্রতিষ্ঠানের এসব সংকট নিরসন না করে কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। সোমবার সরেজমিনে গিয়েও তাকে

মাদ্রাসায় পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত সুপার তার নিজের ইচ্ছা মতো মাদ্রাসায় আসেন, বিভিন্ন কাজে তিনি শহরে সময় কাটান বলেও জানান তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে মাত্র ২২ জন। চতুর্থ শ্রেণিতে মাত্র ৯ জন এবং পঞ্চম শ্রেণিতে ৭ শিক্ষার্থী পাওয়া গেছে। অন্যান্য শ্রেণির খাতায় নাম থাকলেও উপস্থিতি ছিল কম। গত সোমবার বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদরাসায় এ ধরনের দৃশ্য দেখা গেছে। এই প্রতিষ্ঠানের সুপারের

বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন দপ্তরে এলাকাবাসীরপাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভারপ্রাপ্ত সুপার আব্দুল কুদ্দুস এবং সদ্য বাতিলকৃত সভাপতি মুকুল নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন

করতে পরীক্ষার আগেই প্রার্থীদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রেও নীতিমালা উপেক্ষা করা হয়। অভিযোগকারীরা জানান, দাতা সদস্যদের উপেক্ষা করে মাদরাসার জমি ওয়াকফ্ধসঢ়; করা হলেও দাতা পরিবারের সদস্যদের ম্যানেজিং

কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। মাদ্রাসার এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন সচেতন এলাকাবাসী।

Post a Comment

0 Comments