**কেরানীগঞ্জে রাস্তার পাশে চুলার আগুনে নিহত ৩, আহত ৫**
কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় রাস্তার পাশে রাখা একটি চুলার আগুনে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হয় একটি ঘরোয়া রেস্টুরেন্ট থেকে, যা পরে দুটি বিরিয়ানি দোকান, একটি হার্ডওয়্যার এবং একটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে।
এ সময় রেস্টুরেন্টে আটকে পড়ে তিনজন মারা যান এবং পাঁচজন আহত হন। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী শাহ আলম জানান, দোকানের পাশে থাকা একটি ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটি পাশের গ্যাসের চুলা ও সিলিন্ডারে আঘাত করে, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। কিছু লোক আগুন নিয়ে দৌড়ে বের হতে পারলেও তিনজন আটকা পড়ে মারা যান।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ রইছ আল রেজুয়ান। তিনি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
0 Comments