জাতীয় ঐক্যের আহ্বান জানালেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান
গাজীপুর থেকে: জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব, এবং এই চেতনাকে পাশ কাটিয়ে কোনো দল যেন ভিন্ন পথে হাঁটতে না চায়। যারা ভিন্ন পথে যাবেন, তাদের স্বৈরাচারের দিকে যেতে হবে এবং সেই পথে তাদের শেষ পর্যন্ত ক্ষতির মুখোমুখি হতে হবে।
শুক্রবার সকালে গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আমি আমার দলসহ সব রাজনৈতিক দলকে সতর্ক করছি, আমরা যেন জনগণের চেতনার বিপক্ষে না দাঁড়াই। জনগণের দাবির প্রতি সহানুভূতিশীল থাকতে হবে এবং ন্যায্য দাবিগুলোকে পাশ কাটানোর দুঃসাহস কেউ যেন না দেখায়। তবে যদি জনগণের মধ্যে কোনো বিশেষ মহল প্রতারণা করতে চায়, তবে আমাদের ঐক্য সেখানেই প্রতিহত করবে। এখানে কোনো ছাড় নেই।"
তিনি সম্প্রতি জুলাই-আগস্ট আন্দোলনের উল্লেখ করে বলেন, "আমাদের তরুণ প্রজন্মের দাবি ছিল সুবিচার প্রতিষ্ঠার। যেখানে সুবিচার থাকবে, সেখানেই দুর্নীতি, লুণ্ঠন, ঘুষের অবসান ঘটবে।" তিনি সমালোচনা করে আরও বলেন, “আগের সরকারের মন্ত্রীরা পর্যন্ত ঘুষকে 'স্পিড মানি' বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সরকার জনগণের জন্য নয়; ব্যক্তি বন্দনায় জনগণের অর্থ অপচয় করা হতো।"
গাজীপুর জেলা শাখার আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
0 Comments