রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা



তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ এখন আর কেবল সাংবিধানিক প্রশ্ন নয়, এটি এখন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তিনি জানান, আলোচনার মাধ্যমে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় আন্দোলনকারী সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বঙ্গভবনের আশপাশে বিক্ষোভ না করারও পরামর্শ দেন।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন সংগঠন মঙ্গলবার থেকে বিক্ষোভ করছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতির সাক্ষাৎকারকে ঘিরে এই দাবি আরও জোরালো হয়।

Post a Comment

0 Comments