সাতক্ষীরায় তলুইগাছা ও কালিয়ানি সিমান্ত থেকে দুই জন আটক 


সাতক্ষীরা  প্রতিনিধি : সাতক্ষীরা
র কালিয়ানি ও তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।  

শনিবার (১২ অক্টোবর) ৪ টার দিকে সদরের  তলুইগাছা সীমান্তের কেড়াগাছি  মধ্যরাতে কালিয়ানি এলাকা থেকে  তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বিজন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৯) ও  সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গৌরবপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী  বিলকিস আক্তার (৩৫) 

এ সময় আটককৃত বিলকিস আক্তারের কাছ থেকে একটি ভিসা বিহীন ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয় এবং অজয় মন্ডলের কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। 

রোববার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস   বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। 

বিজিবি জানায়, সদর উপজেলার তলুইগাছা ও কালিয়ানি সীমান্ত দিয়ে শনিবার বিকালে ও  মধ্যেরাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি দালালের মাধ্যমে ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। 

এ সময় কালিয়ানি সিমান্তের সীমানা পিলার থেকে প্রায় ১৫০ গজ দূরে  ও  তলুইগাছা সিমান্তের সিমানা পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর  তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিসহ তাদের পাচারকারী চক্রের  সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।###


Post a Comment

0 Comments