ফেসবুকের মাধ্যমে প্রেম, ফিলিপাইনের দুই তরুণীর বিয়ে রাজশাহীর দুই যুবকের সঙ্গে
ফেসবুকে পরিচয় হয়েছিল চারজনের, যারা ভিন্ন দেশ, ভাষা, এবং সংস্কৃতিতে বড় হয়েছেন। এত পার্থক্য থাকা সত্ত্বেও, ভালোবাসার টানে তারা এক হয়েছেন। ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম, যা দুই ফিলিপিনো তরুণীকে বাংলাদেশে, রাজশাহীর তানোরে নিয়ে এসে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
দুই দম্পতি হলেন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাকিবুল ইসলাম (২২) ও ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা অঞ্চলের খাদিজা ইসলাম (২২), এবং মালশিরা গ্রামের রেজাউল করিম (৩৩) ও ফিলিপাইনের নেগ্রোস দ্বীপের মরিয়ম খাতুন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকে রাকিবুল ইসলামের সঙ্গে পরিচয় হয় খাদিজার, তখন খাদিজা সৌদি আরবে কর্মরত ছিলেন এবং তার নাম ছিল রিজেল ক্লিয়ার। পরিচয়ের পর তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। চলতি বছরের ৫ অক্টোবর খাদিজা বাংলাদেশে আসেন এবং ঢাকায় রাকিবুল তাকে স্বাগত জানান। পরদিন তারা মুসলিম রীতিতে বিয়ে করেন এবং এখন তারা রাকিবুলের পরিবারে বসবাস করছেন।
অন্যদিকে, রেজাউল করিমের সঙ্গে মরিয়মের সম্পর্কও ফেসবুকে তৈরি হয়, যখন তারা দুজনেই সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। তিন মাস আগে মরিয়ম বাংলাদেশে আসেন এবং মুসলিম রীতিতে রেজাউলকে বিয়ে করেন। এখন তারা রেজাউলের বাড়িতে বসবাস করছেন।
এই সম্পর্কগুলো সম্পর্কে জানতে চাইলে রাকিবুল ও রেজাউল জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, এবং ইংরেজি ভাষায় মেসেজ আদানপ্রদান করতে ট্রান্সলেটর ব্যবহার করতেন। এভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে, যা প্রেমে রূপ নেয়। চারটি পরিবারই এই সম্পর্ক মেনে নেয়, যদিও প্রধান চ্যালেঞ্জ ছিল দূরত্ব।
রাকিবুলের বাবা সাইদুর রহমান জানান, ‘বিদেশি পুত্রবধূ পেয়ে আমরা খুশি। অনেকেই তাদের দেখতে আসছেন, যা ভালো লাগছে।’ নববধূ খাদিজা এবং মরিয়ম বলেন, ‘আমরা সবার দোয়া চাই, যেন আমরা সুখী হতে পারি।’
0 Comments