লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত

 লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত



ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে লেবাননে হামলার পরিধি আরও বাড়িয়েছে। সোমবার (১৪ অক্টোবর) প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী লেবাননের উত্তরাঞ্চলে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উত্তর লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহর আইটাউতে এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে লেবানন রেড ক্রস নিশ্চিত করেছে।


এর আগে ইসরায়েলের স্থল অভিযান মূলত লেবাননের দক্ষিণাঞ্চল, পূর্ব বেকা উপত্যকা এবং বৈরুতের উপকণ্ঠে সীমাবদ্ধ ছিল। তবে এবার উত্তরাঞ্চলের আইটাউ শহরকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। শহরের মেয়র জোসেফ ট্র্যাড জানান, ইসরায়েলি বাহিনী একটি বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায়, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা বসবাস করছিলেন। এই হামলায় ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছেন।


এদিকে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আওলি নদীর উত্তরের ২৫টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আওলি নদীটি উত্তরের পাহাড়ি এলাকা থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত প্রবাহিত হয়।


উল্লেখ্য, গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বিমান হামলা জোরদার করে। এই হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর দীর্ঘকালীন প্রধান হাসান নাসরুল্লাহও রয়েছেন। ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় তিনি নিহত হন, যা পরের দিন হিজবুল্লাহ নিশ্চিত করে। নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হিসেবে ৩২ বছর দায়িত্ব পালন করেন।

Post a Comment

0 Comments