রূপসায় ৩০ জন ব্যাবসায়ীকে পূন্যবাসনের জায়গাটি দখল করার চেষ্টা
রূপসায় রাস্তার উপর থেকে প্রসাশন ও ছাত্রদের নির্দেশে ৩০ জন্য ব্যাবসায়ীদের পূন্যবাসন করলেন বাগমারা বণিক সমিতির নেতৃবৃন্দ। পূর্ণবাসনের আগে রূপসা সন্ধ্যা বাজারে যারা জায়গাটি থেকে চাঁদা তুলত তারা নানাভাবে জায়গাটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরাফাত হোসেন বলেন, পথের উপরেই বিভিন্ন ব্যবসায়ীরা দোকান খুলে বসে ব্যবসা করত এতে করে পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। রাস্তার উপরে বসা ব্যবসায়ীদের পূর্ণবাসন করায় এখন আর ভোগান্তিতে পড়তে হয় না পথচারীদের। বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বলেন, রাস্তার উপরে ব্যবসা করত দীর্ঘদিন ধরে। রাস্তার উপর থেকে প্রসাশন ও ছাত্রদের নির্দেশে ৩০ জন্য ব্যাবসায়ীদের পূন্যবাসন করা হয়েছে। এতে একটি কুচক্রী মহল এই বাজারকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। পূর্ণবাসনের আগে যারা এই জায়গাটি থেকে চাঁদা তুলত তারাই এই ধরনের কর্মকান্ডে লিপ্ত আছেন। এ ব্যাপারে সন্ধ্যা বাজার ব্যবসায়ীরা বলেন, আমরা রাস্তার উপর বসতাম ধ্যানের ধাক্কা মানুষের নানা কথা শুনতে হতো। পূর্ণবাসন করায় আমরা দুটি পয়সা রোজগারের পথ খুঁজে পেলাম। ব্যবসায়ীরা আরও বলেন, এই সন্ধ্যা বাজারে আমরা কাউকে চাঁদা দেই না, শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন ও বিদ্যুৎ বিল দিয়েই আমরা ব্যবসা করছি। যাবতীয় সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আমাদের আগলিয়ে রেখেছেন বাগমারা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দরা। এজন্য প্রশাসন-ছাত্র ও বাগমারা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দদের অনেক ধন্যবাদ।
0 Comments