মিথ্যা হত্যা চেষ্টা মামলায় ৭০ বছরের সাঁজা হলে শেখ হাসিনার সাঁজা হবে হাজার বছরের

 মিথ্যা হত্যা চেষ্টা মামলায় ৭০ বছরের সাঁজা হলে শেখ হাসিনার সাঁজা হবে হাজার বছরের 



সাতক্ষীরার তালায় ত্রাণসামগ্রী বিতরণ কালে হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক  সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,

আরাফাত রহমান কোকোকে যার নির্দেশে সাঁজা দেওয়া হয়েছে,তিনিই আবার সান্তনা দিতে আসলেন খালেদা জিয়াকে। তার দু:শাসনে অতিষ্ঠ ছিল সবাই। পনের বছরের দু:শাসন শেষে দুপুরের খাবার রেখে শেখ হাসিনা পালিয়েছে। সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যা হত্যা চেষ্টা মামলায় যদি আমার ৭০ বছরের সাঁজা হয়,তবে শেখ হাসিনার সাঁজা হতে হবে হাজার বছরের।

তিনি শনিবার বিকেলে সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে  শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দেওয়ানিপাড়া বাজার এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয় 

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামযুগ্ম সম্পাদক মোশারফ হোসেনসদস্য‌ আব্দুল মান্নান মোড়ল মিঠুউপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।

 

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেনতালা উপজেলার যে সব এলাকা অতিবর্ষণে প্লাবিত হয়েছে,আগামী  মাসের মধ্যে সে সব এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment

0 Comments