টারজান’ অভিনেতা রন এলি মারা গেছেন

 টারজান’ অভিনেতা রন এলি মারা গেছেন


‘টারজান’ হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি ৮৬ বছর বয়সে মারা গেছেন। বুধবার (২৩ অক্টোবর) তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার বাবার মৃত্যুর খবর জানান।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্রিশ্চেন লেখেন, "আমার বাবা এমন একজন ছিলেন, যাকে মানুষ হিরো বলে ডাকত। তিনি ছিলেন অভিনেতা, লেখক, প্রশিক্ষক, মেন্টর, পরিবার অন্তঃপ্রাণ মানুষ এবং নেতা।"

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রন এলি গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান। প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হলো।

রন এলি বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছিলেন, তবে ‘টারজান’ চরিত্র তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তিনি ১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে তিনি ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ এবং ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’ শোগুলোতে অভিনয় করেন। তবে ১৯৬৬ সালে এনবিসি টিভি সিরিজ ‘টারজান’-এ প্রধান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

‘টারজান’ সিরিজটি ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল, যেখানে রন এলি তার প্রায় সব স্টান্ট নিজেই করতেন। এ সময় শুটিং করতে গিয়ে তার কাঁধের হাড় ভেঙে যায়, পিঠের পেশি ছিঁড়ে যায় এবং দুবার সিংহের আক্রমণের শিকার হন। এসব বিপত্তি সত্ত্বেও তার জনপ্রিয়তা বাড়তেই থাকে। সিরিজটির সাফল্যের কারণে এটি বিভিন্ন ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে প্রচারিত হয়।

‘টারজান’ চরিত্রটি রন এলিকে আন্তর্জাতিক তারকা বানিয়ে দেয়, তবে এই ভূমিকা তাকে অনেকটা আটকে ফেলেছিল। তিনি একবার বলেছিলেন, "এই চরিত্রটি এমন এক ফাঁদ, যেখান থেকে কেউ মুক্তি পায় না।" যুক্তরাষ্ট্রে অন্য ধরনের চরিত্রে কাজ পেতে সমস্যা হওয়ায় তিনি এক পর্যায়ে ইউরোপে পাড়ি জমান।

১৯৭৫ সালে রন এলি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং ‘ডক স্যাভেজ: দ্য ম্যান অব ব্রোঞ্জ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি আবার টেলিভিশনে ফিরে এসে দীর্ঘদিন জনপ্রিয় সিরিজগুলোতে কাজ করেছেন।

Post a Comment

0 Comments