বুধহাটা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা
আশাশুনি সংবাদদাতা ঃ আগামী ৩ নভেম্বর আশাশুনিতে বিএনপির সমাবেশ সফল করতে বুধহাটা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কবির সুপার মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক আঃ আলীম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন সেক্রেটারী খোরশেদ আলম, আলহাজ্ব আঃ রব, এটিএম হুমায়ুন কবির রানাসহ ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ নভেম্বর আশাশুনিতে বিএনপির সমাবেশ সফলের জন্য ব্যাপক লোক সমাগম করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আশাশুনিতে পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার
আশাশুনি সংবাদদাতা ঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আশাশুনি থানা মামলা নং ৩, তাং ৩/১০/২৪ এর আসামী কল্যানপুর গ্রামের মৃত আমিন উদ্দীন গাজীর ছেলে তহিদুল ইসলামকে এবং সিআর-১৮৭/২০ (আশাঃ), টিআর-১২১/২৩ এর আসামী বুধহাটা গ্রামের বুধহাটা গ্রামের হযরত আলী সরদারের ছেলে আঃ হামিদ সরদারকে গ্রেফতার করেন।
0 Comments