আশাশুনির কুল্যায় ব্রেন টিউমারে আক্রান্ত রফিকুলের দাফন সম্পন্ন
আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। শনিবার মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
কুল্যা গ্রামের আবু সালেম মুছার ছোট ছেলে বিশিষ্ট আম ব্যবসায়ী আরিফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে থেকে তার মাথায় ব্রেন টিউমার অপারেশন করা হয়। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর শুক্রবার দিবাগত রাতে তার মাথায় প্রচন্ড যন্ত্রনা শুরু হয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরায় নেওয়ার প্রস্তুতিকালে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। প্রয়াত রফিকুল ইসলামের পিতা ও মাতা ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরবে থাকায় রফিকুলের লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্য সন্তান, পিতা-মাতা, একভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর কুল্যা গ্রামস্থ মরহুমের নিজস্ব বাসভবনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মাওঃ ওবায়দুল্লাহ। ইমামতি করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপর দিকে--
কুল্যার মোড় বাজার সমিতির পরিচিতি সভা
আশাশুনি উপজেলার প্রবেশদ্বার কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজার সভাপতিত্বে সভায় নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ডাঃ এস এম তোফায়েল আহমেদ, এমদাদুল হোক মনু, অবঃ সেনা সদস আব্দুল মান্নান, সহ-সভাপতি তমেজউদ্দিন গাজী, আব্দুল গফুর ঢালী, মারুফ ইকবাল, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হাসান চঞ্চল, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন, কোষাধ্যক্ষ সাইদুল বারী, প্রচার সম্পাদক শেখ তারিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক বাবু হোসেন, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মনি, সহ দপ্তর সম্পাদক গোলাম মাওলা, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক রবিন ঘোষ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসরাফিল হোসেন, আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বাজার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জয়নুজ্জামান শাওন, কার্যনির্বাহী নির্বাহী সদস্য আব্দুর রহিম, উত্তম ঘটক প্রমুখ উপস্থিত ছিলেন। বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাহী পরিচালক শেখ বাদশা'র সঞ্চালনায় মাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
0 Comments