প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের সিরাত মাহফিল

 প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের সিরাত মাহফিল


আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‌ গতকাল সন্ধ্যা ৭ টায় প্রতাপনগর তালতলা বাজারস্থ অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংঘের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত তরুণ সংঘের সভাপতি ইমরান। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গুরুত্বপূর্ণ আলোচনা করেন মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, পাতাখালি আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক জামায়াত নেতা মাওঃ আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগ্রত তরুণ সংঘের সহ সভাপতি আবু নাঈম।

Post a Comment

0 Comments