সাতক্ষীরায় অতিবৃষ্টিতে কৃষি ও মৎস্য খাতে ৫শ’ কোটি টাকার ক্ষতি,প্রণোদনার দাবি

সাতক্ষীরায় অতিবৃষ্টিতে কৃষি ও মৎস্য খাতে ৫শ’ কোটি টাকার ক্ষতি,প্রণোদনার দাবি



সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টিতে কৃষি ও মৎস্য খাতে ৫শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও বাঁধ ভাঙনের ফলে ফসলের ক্ষেত ওমাছের ঘের ভেসে যাওয়ায় এ ক্ষতি হয়েছে । সরকারি প্রণোদনা না পেলে খাদ্যঘাটতিসহনানাবিধ সংকটে পড়বেন চাষিরা,এমন অভিমত সংশ্লিষ্টদের।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,অতি বৃষ্টিতে সাতক্ষীরার কমপক্ষে ৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন্। ৮০ হাজার হেক্টর জমির

আমন ধানের মধ্যে কমপক্ষে ৫ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। কমপক্ষে ২শ’ হেক্টর জমির ধান পঁচে গেছে।মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ওবেতনা নদীর বিনেরপোতা এলাকায় বেড়িবাঁধভেঙে কমপক্ষে ৫ হাজার হেক্টর জমির মাছভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫শ’কোটি টাকা।সাতক্ষীরার আবহাওয়া অফিস জানায়, বিগত ২৪ঘন্টায় সাতক্ষীরায় ৪৬ মি.মি. বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর রিংবাঁধ সোমবার ভেঙে যায়। মঙ্গলবার থেকে লোকালয়ে পানি ঢুকতে থাকে। আংশিক প্লাবিত হয়েছেবিনেরপোতা, খেজুরডাঙ্গা, গোপীনাথপুর, তালতলা,আহসাননগর, হরিণখোলা, গোয়ালপোতা, গাছা,

দক্ষিণ নগরঘাটা, নিমতলাসহ কমপক্ষে ৪০টি গ্রাম।এছাড়া পৌরসভা জলাবদ্ধ রয়েছে আগেথেকেই। এতে কমপক্ষে ১০ হাজার পরিবারপানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমনধান,শাক-সবজির ক্ষেত ও মাছের ঘের।


সদর উপজেলার তালতলা গ্রামের ঘের ব্যবসায়ীকামরুজ্জামান বলেন, ‘‘ আমার ১২০ বিঘা জমিতেঘের রয়েছে। সাদামাছ ছাড়া হয়েছিল ঘেরে।বৃষ্টিতে ঘের তলিয়ে গেছে । সবমিলিয়ে আমারপ্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে ‘’তালা উপজেলার নগরঘাটা গ্রামের আমিরুলইসলাম বলেন,‘‘আমি ১০ বিঘা জমিতে আমন ধান রোপণকরেছি। সমস্ত ধানই এখন পানির তলে।দেড়লক্ষাধিক টাকা খরচ হয়েছে আমার। ধান

গাছ পঁচে গেছে। নতুন করে ধান লাগানোরসময় ও সুযোগ কোনটাই নেই। ‘’


সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম বলেন, ‘‘এখনো জলাবদ্ধতা নিরসন করা গেলে অন্ততশাক-সবজি লাগানো যেতে পারত। ’’সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো: আনিছুররহমান বলেন, ‘‘ মাছের ক্ষতির বিষয়টিএরকম-একজন ক্ষতিগ্রস্থ হলে অন্যজনলাভবান হয়। সাতক্ষীরার মাছ চাষিদেরবাচাতে হলে প্রণোদনার আওতায় আনারবিষয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেন এমৎস্য কর্মকর্তা।

Post a Comment

0 Comments